পাতা:অদ্ভুত রামায়ণ (হরিমোহন গুপ্ত).djvu/১১২

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

সহসানন বধার্থে যাত্রা । ৯৯ বিভীষণ হনুমান লক্ষ্মণ ভরত। সুগ্রীব অঙ্গদ নল নীল জাম্ববৎ ॥১১ সুমন্ত্র প্রভৃতি আর যত মন্ত্রীগণ । পুষ্কর দ্বীপেতে সবে করিলা গমন ॥ ১২ সক্ষেতে জানকী লয়ে কমল লোচন । পাপক রখেতে করিলেন আরোহণ ॥১৩ রাম শরাসন শব্দে ভেদিল মেদিম । তরঙ্গের রঙ্গে বাড়েসিন্ধ, তরঙ্কিণী ॥ ২৪ মলিন নলীন বন্ধ শোভা হীন শশি । । গ্রহগণ ভূতলে পড়িছে সব খশি। ১৫ দল মল দুলিতেছে ভূধর সকলে । পুষ্পক আকাশপথে বায়ু বেগে চলে ॥ ১৬ ক্ষণমাত্রে উত্তরিল মানস উত্তরে । হেরিয়া তাহার শোভা মুনি মনে হরে ॥১৭ সিংহনাদ সকলে করিলা সেই খানে । শুনিয়া রাবণ মনে চমৎকার মানে ॥ ১৮ ক্রোধতরে অমনি করিল গাত্রোথান । । সঙ্কেতে চলিলা সব রাক্ষস প্রধান ৷ ১৯ ।