পাতা:অদ্ভুত রামায়ণ (হরিমোহন গুপ্ত).djvu/১১৩

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

ు 46 অন্তত রামায়ণ । কে আইল মম পুরে করহ নির্ণয় । ক্ষণমাত্র আজি বিশ্ব করিব বিলয় । ২৭ ৷ মন্দর মলয় মেরু ধরাধর শ্বশ । পরমাণু পরিমাণে করিব চূর্ণ ॥২১ । প্রিয় বাক্যে প্রজাপতি করেন সান্ত না । নতুবা রাক্ষস ভিন্ন বঁাচে কোন জনা ॥২২ অনিল অনল ইন্দু অরুণ বাসব । মায়া বলে প্রকাশ করিব আমি সব ।। ২৩ এত বলি রণস্থলে করিল গমন । সঙ্কে সব সেনাপতি অসংখ্য গণন ।। ২৪ নীলবর্ণ রক্তবর্ণশুক্ল বর্গ কেহ । জুলন্ত অনল মত ভয়ঙ্কর দেহ ॥২৫ ইচ্ছামাত্র পারে তনু বৃদ্ধি করিবারে। ইচ্ছাতে আবার ক্ষুদ্র করিতেও পারে 11 ২৬ অতঃপর ভারদ্বাজ শুম গুণধাম । সেনাপতি সকলের অষয়ব নাম ।। ২৭ শ্রীহরিমোহন কহে কমল লোচন । । ভব ভয় দয়াময় করহে মোচন ।। ২৮