পাতা:অদ্ভুত রামায়ণ (হরিমোহন গুপ্ত).djvu/৫৭

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

*SS- অস্তুত রামায়ণ। নারদ সনক আদি ঋষি মুনিবর। দামিনী দমকে ৰূপে কামিনী বিস্তর ॥৩৬ এই সকলের দ্বারা সেব্যমান হরি । বিমানে বসিয়া ভদ্র পাঠাসনোপরি ॥৩৭ সহস যোজন পরিমিত সুবিস্তার। মণি বদ্ধ সুচারু সহসু সংখ্য দ্বার ॥৩৮ সকলেরে নারায়ণ করিলা সম্ভাষ । দেবত্ব পাইয়া সবে করিলেন বাস ॥৩৯ শ্রীহরিমোন কহে কমল লোচন । তব ভয় দয়াময় করহে মোচন ॥৪০ হরি মিত্রের উপাখ্যান । বিষ্ণুলোকে অতঃপর, সিদ্ধগণ বিদ্যাধর, আরম্ভ করিলা মহোৎসব । বে বীণযন্ত্র গানে, রাগ রাগিণীর তানে, পুলকে প্রফুল্ল চিত্ত সব ॥ ১ কমল কমলা সনে, কোটি কোটি চেটা সনে, उथाग्न ख्याङ्केल उन वृद्र !