বিষয়বস্তুতে চলুন

পাতা:অধিকরণমালা.djvu/৩৯২

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

তৃতীয়াধ্যায়ে ততীয়পাদ প্রথমাধিকরণ ছান্দোগ্য ও বৃহদারণ্যক উভয় উপনিষদেই পঞ্চায়িবিদ্য উক্ত হইয়াছে, কিন্তু উভয়ত্র উক্ত উপাসনাকে এক বলা যাইতে পারে না, উভয়ত্র নাম ও ধর্ম্ম পৃথক পৃথক উক্ত হইয়াছে, সুতরাং শাখা ভেদে এউভয় উপাসনাকে পৃথক বলিতে হয়, ইহা পূর্ব্বপক্ষ। ইহার সিদ্ধান্তু এই যে এস্থলে শাখার ভেদ থাকিলেও বিধি, অনুষ্ঠান ও ফল ইত্যাদির অভেদ হেতু একই উপাসনা এবং নাম ও ধর্ম্মের ষে, ভেদ উক্ত হইয়াছে তাহা যথার্থ নহে, সুতরাং এউভয় একই উপাসনা। ১ । দ্বিতীয়াধিকরণ বাজসনেয়ক উপনিষদে প্রাণ বিদ্যাতে ষে অধিক গুণ উক্ত হইয়াছে তাহ ছান্দোগ্যের প্রাণ বিদ্যাতে উপসংহার করা কর্ত্তব্য নহে, যেহেতু ছান্দোগ্যে তাহ У о