পাতা:অধিকরণমালা.djvu/৪২৩

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

8.अशाश्च So 8 ২ পাদ্র চতুর্থাধ্যায়ে দ্বিতীয়পাদ । প্রথমাধিকরণ । ত্রিয়মাণ পুরুষের বাগাদি ইন্দ্রিয় সকল যে মনেতে লীন হয়, তাহ স্বৰূপ লয় কি বৃত্তি লয়, હરે সন্দেহে শ্রুতিতে বৃত্তিশব্দ উক্ত না হওয়াতে স্বৰূপতই লয় হয়, ইহা পূর্ব্ব পক্ষ । ইহার সিদ্ধান্ত এই যে স্বীয় অনুপাদানে কার্য্য কখন লয় পায় না কিন্তু বৃত্তি অনুপাদানেও লীন হইতে পারে অতএব বৃত্তিরই লয় জানিলে । ১ । দ্বিতীয়াধিকরণ । প্রাণেতে যে মন লীন হয় তাহ স্বয়ং লয় কি বৃত্তি লয় এই সন্দেহে মনের প্রতি প্রাণের উপাদানত্ব থাকাতে মন স্বয়ং লীন হয়, ইহা পূর্ব্ব পক্ষ । ইহার উত্তর এই যে সাক্ষাৎ সম্বন্ধে স্বীয় কারণে কার্য্যের লয় হয় অতএব মনের গৌণ কারণ ৰূপ প্রাণে মে মনের লয় তাহাও বৃত্তি লয়, । স্বৰূপ লয় নহে ৷ ২ ৷ তৃতীয়াধিকরণ । & প্রাণ সকল ভুতে লীন হয় কি জীবে লীন হয় এইৰূপ সন্দেহে শ্রুতিতে ভূতে লয় কথিত হওয়াতে তাহ ভূতেই লীন হয় জীবে নহে, ইহা পূর্ব্ব পক্ষ । ইহার সিদ্ধান্ত এই ' যে শ্রুতিতে সামানু্যত সমুদায় পদার্থের ভূতে লয় উক্ত হওয়াতে’গ্রীণ জীবে লীন হইয়। পশ্চাৎ তাহার সহিত সমুদায় একত্রেভুতে লয় থাইয়া যায়। ৩। --അr