পাতা:অধিকরণমালা.djvu/৪২৭

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

৪ অধ্যায় )・レア ○ * চতুর্থাধ্যায়ে তৃতীয় পাদ । প্রথমাধিকরণ । ব্রহ্মলোকে গমনের নানাবিধ পথ কি আর্চিরাদি এক মাত্র পথ এই প্রকার সন্দেহে পৃথক পৃথক বিদ্যাতে পৃথক পৃথক পথের বর্ণনা হেতু তাহ নানা বিধই হয়, ইহা পূর্ব্ব পক্ষ । ইহার উত্তর এই যে নানা শ্রুতিতে নানা ৰূপে উক্ত হইলেও পথ সেই অচিরাদি এক মাত্র, যেহেতু পঞ্চায়ি বিদ্যান্তে সকল উপাসকের উদেশে কেবল এক আর্চিরাদি মার্থই উক্ত হইয়ছে । ১ । দ্বিতীয় ধিকরণ । \- . আর্চিরাদি মার্গের মধ্যে বায়ুর সন্নিবেশ হইবে কি ন। এই ৰূপ সন্দেহে শুতক্রম নিষেধ হেতু বায়, সন্নিবিষ্ট হয় না, ইহা পূর্ব্ব পক্ষ । ইহার সিদ্ধান্ত এই নে শুভ্যন্তরে বায়ুর সন্নিবেশ কপি ত হওয়াতে সম্বৎসর ও আদিত্যের মধ্যস্থলে বায়র সন্নিবেশ কর্ত্তব্য ৷ ২ ৷ তৃতীয় ধিকরণ । অচ্চি রাদি মার্গের মধ্যে বরুণাদির সনিবেশ হইবে কি না এই রূপ সন্দেহে বায়ুর ন্যায় এস্থলে ব্যবস্থ৷ শুতির অভাব হেতু বরুণাদির সন্নিবেশ হয় না, ইহা পূৰ্ম পক্ষ । ইহার সিদ্ধান্ত এই যে বিদ্যুৎ সম্বন্ধি বৃষ্টিস্থ জলের অধিপতি হেতু বিদ্যুতের পরে বরুণাদির সমিবেশ তৎপরে ইন্দ্র ও প্রজাপতি, এই ৰূপ বরুণাদির সন্নিবেশে অৰ্চিরাদি মাগ ব্যবস্থিত হইয়াছে । ৩ । ---