পাতা:অন্ধকারের আফ্রিকা.djvu/৪১

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

{ অন্ধকারের আফ্রিকা পরে স্বর্গে যাব সে কথা কি আপনি জানেন না ? বিষয়টা বেশ ভাল করেই বুঝলাম এবং পরের দিন এই দুর্দান্ত “চরিত্রহীনদের” বলেছিলাম, যদি ভারতবাসীর মান-ইজত বজায় রাখতে চাও তবে রাজদ্বারে ধন্ন দিয়ে SYO YL DDD SSS LLzSDDY OSJYLLLLLLLLkuu uBY DBBDL হবে, সে মা-বোন যে কোন ধমের লোকই হউক । আমার উপদেশ মতে এয়া কাজ করেছিল কি না জানি না। তবে শহরে আমার উপদেশের কথা ছড়িয়ে পড়েছিল এবং বেশ একটা চাঞ্চল্যের সৃষ্টি হয়েছিল, কারণ বঁ্যারিষ্টার ঘোষ সেরূপ উপদেশই যুবকদের দিতেন । তিন চার দিন অতিবাহিত হবার পর টাংগানিয়াক স্ট্যাণ্ডার্ড বলে একখানা স্থানীয়, সংবাদপত্রের সম্পাদকের সংগে পথে সাক্ষাৎ হয়। তিনি একজন বেঁটে এবং পেট-মোটা বৃটিন । কথায় এবং চালচলনে মনে হ’ল লোকটি জাতে ইংলিশ। ইংলিশৱই জানালিজম বেশি পছন্দ করে। পথে দেখা হবার পর তিনি আমাকে তঁর আপিসে যেতে বল্লেন । একই সংগে আপিসে গিয়ে বাইরে বারুশীয় উভয়েত মিলে বসে নানা বিষয়ে কথা বলতে আরম্ভ করলাম, । লক্ষ্য করে দেখলাম তিনি পৃথিবীর সংবাদ বেশ ভাল করেই রাখেন। তঁর কতকগুলি জ্ঞাতব্য বিষয় জেনে তিনি আমাকে বিদায় দেবার পূর্বে জিজ্ঞাসা করলেন আপনি সংবাদ বেচোন ? में भश्ioध ! আপনি যদি সংবাদ বেচাতেন তবে আমি যে সংবাদ আপনার কাছ থেকে সংগ্রহ করেছি। সেজন্য দুই গিনি দিতে পারতাম। সংবাদ বিক্রি করি না একবার বলে ফেলেছি। কথা বদলানটা বড়ই খারাপ দেখে দুঃখিত মনে যখন ফিরে আসছিলাম তখন সম্পাদক