পাতা:অন্নদামঙ্গল.djvu/১১৬

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

অন্নদার ররদান । o) এই যে প্রতিমা মোর করিলা প্রকাশ । এই স্থানে সর্ব্বদা আমারু হৈল বাস ॥ কলি কালে এ-পুরী হইবে অদর্শন । মোর অবলোকন রহিবে সর্ব্বক্ষণ ॥ এই চৈত্র মাস হৈল মোর ব্রতমাস। শুক্লপক্ষ মোর পক্ষ তুমি ব্রতদাস ॥ এই তিথি অষ্টমী আমার ব্রততিথি । ধন্য ষে এ দিনে মোরে যে করে অতিথি ! অষ্টাহমঙ্গল যেই শুনে ইতিহাস । তাহার নিবাসে সদা আমার নিবাস | একমনে মোর গীত যে করে মাননা । আমি পুর্ণ করি তার মনের কণমন ॥ চৈত্রমীসে শুক্লপক্ষে অষ্টমী পাইয়া । গাইবে সঙ্গীত মোর সঙ্কল্প করিয়া ॥ দ্বিতীয়াই দেখি নবশশির উদয় । আরম্ভ করিবে গীত দিয়া জয় জয় ॥ অষ্টমীর রজনীতে গেয়ে জাগরণ। নবমীতে অষ্টমঙ্গলায় সুপিন । অচলা প্রতিম মোর ঘুরে যে রাখিবে। ধন পুত্র লক্ষ্মী ভূরে অচল হইবে ॥ ধাতুময়ী মোর বারি প্রতিষ্ঠা করিয়া । যেই জন রাখে ঘরে প্রত্যহ পুজিয়া ॥ তার ঘরে সদা হয় আমার বিশ্রাম। করতলে তার ধর্ম্ম অর্থ মোক্ষ কাম ।