পাতা:অন্নদামঙ্গল.djvu/১২৯

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

১২০ অন্নদামঙ্গল । ধোপা বধি বস্ত্র পরি কুঞ্জারে"সুন্দরী করি সুশোভিত,মালির মালায় ॥ দ্বারে হস্তি বিনাশিয়া চামুঃদি নিপাতিয়৷ ংসাসুরে করিলা নিধন। বসুদেব দৈবকীরে নতি কৈলা নভশিরে দূর করি নিগড়বন্ধন । উগ্রসেনে রাজ্য দিয়া পড়িলা অবস্তী গিয়া দ্বারকাবিহার নানামতে । অপর এ পরিবার কতেক কহিব তার বিখ্যাত ভারত ভাগবতে ॥ ব্যাসের শিবনিন্দ । হরিহরে করে ভেদ । নর বুঝে না রে। অভেদ কহে চারি বেদ ॥ ‘অভেদ ভাবে যেই পরমজ্ঞানী “সেই তারে না লাগে পাপক্লেদ । যে দেহে হরি হরে অভেদরূপে চরে। সে দেহে নাহি তাপ স্বেদ ॥ একই কলেবর হইল হরি হর বুঝিতে প্রেম পরিচ্ছেদ ॥ যে জানে "দুই রূপে • সে মজে মোহকুপে ভারতে নাহি এই খেদ ॥ এই রূপে বেদব্যাস কয়ে হরিগুণ । উৰ্দ্ধতুজে কহেন সকললোক শুন ।