পাতা:অন্নদামঙ্গল.djvu/১৭৮

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

হরিহেডের বৃত্তান্ত। ᎼᏬᎣ দয়া করি হরপ্রিয়া হরিহোড়ে ডাক দিয়াঁ ছল করি লাগিলা কহিতে । কাঠ ঘুটে কুড়াইয়। রাখিয়াছি সাজাইয়। আরে'বাছা না পারি বহিতে ॥ মঙ্গল হইবে তোর অতিদূরে ঘর মোর ঘুটে গুলি যুদি দেহ বয়ে। অৰ্দ্ধেক আমার হবে অৰ্দ্ধেক আপনি লবে দয়া করি চল মোরে লয়ে। হরিহেtড় এত শুনি অৰ্দ্ধলাভ মনে গুণি মাথায় লইল টেবুড়ী। বাতে কুজে বেঁকে বেঁকে লড়ী ধরে থেকে থেকে আগে আগে চলিলেন বুড়ী । নিকটে হরির ঘর নহে অতিদূরতর সাব-কুৈলা সেই খানে যেতে। তাহারি উঠানে গিয়া বসিলেন ইরপ্রিয়। কহেন চলিতে নারি রেতে’। কহিলা মধুরস্বরে থাকিলাম তেণর ঘরে হরি বলে এ হবে কেমনে। ভাঙ্গা কুড়ে ছাওয়া পাতে বৃদ্ধ পিতা মাত তাতে ঠাই নাহি ইমচারি জনে ॥ । অতিথি অtপনি হবে উপোৰি,কেমনে রবে অন্নের সংযোগ মোর নাই। হেন ভাগ্য নাহি ধরি অভিথি সেবন করি এই বেলা দেখ আর ঠাই ॥ (t