পাতা:অন্নদামঙ্গল.djvu/৮৮

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

শিবের ভিক্ষাযাত্র। ডিমি ডিমি ডিমি ডিমি ডমরু বাজিছে । তাধিয়া তাধিয়ু ধিয়া পিশাচ নাচিছে ॥ দুরে হৈতে শুনা যায় মহেশের শিঙ্গ । শিব এল বলে ধায় যত বুঙ্গচিঙ্গা | কেহ বলে ওই এল শিব বুড়া কাপ । কেহ বলে বুড়টি খেলাও দেখি সাপ ॥ কেহ বলে জট হৈতে বার কর জল । কেহ বলৈ জ্বাল দেখি কপালে অনল । কেহ বলে ভাল করি শিঙ্গণটি বাজাও । কেহ বলে ডমরু বাজায়ে গীত গণও } কেহ বলে নাচ দেখি গাল বাজাইয়া । ছাই মুণটি কেহ গায় দেয় ফেলাইয়া ॥ কেহ আনি দেয় ধুতুরার ফুল ফল । কেহ দেয়ু ভাঙ্গ পোস্ত আফিন্তু গরল ॥ আর আর দিন তাহে হাসেন গোঁসাই । ও দিন ওদন বিনা ভাল লাগে নাই ? চেত রে চেত রে চেত ডাকে চিদানন্দ । চেতনা যাহার চিত্তে সেই চিদানন্দ ॥ যে জন চৈতনমুখী যেই সদা সুখী । যে জন অচেভচিত্ত য়েই সদা দুর্থী। এত বলি অন্ন দেহ কহিছেন শিব। সবে বলে অন্ন নাই বলহ কি দিব | কি জানি কি দৈব আজি হৈল প্রতিকুল । অন্ন বিনা সবে আজি হয়েছি আকুলু। ԳՋ