পাতা:অবতার.djvu/৯৭

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

* bW。 অবতার হইল যেন তার হাতটা ভাঙ্গিয়া গেছে। ডাক্তার মাথায় ঠাও জল ঢালিযার মত একটা ঠাণ্ড রকমের স্থির দৃষ্টি কেন্টের উপর নিক্ষেপ করিলেন —সে দৃষ্টিতে পাগলরা বশীভূত হয়, সে দৃষ্টিতে সিংহ একেবারেই ধরাশায়ী হইরা পড়ে। এইরূপ দৃষ্টিনিক্ষেপ করির ডাক্তার তাকে বলিলেন – “দেখ, রোগী অবাধা হয়ে বেঁকে দাড়ালে, তা’কে সিধা করবার উপায়ও আমাদের হাতে আছে । বাড়ী ফিরে যাও, বাড়ী গিয়ে স্নান কর,–অতি উত্তেজনায় মাথা গরম হয়েছে,—ঠীও হবে ।” কেন্ট বৈদ্যুতিক আঘাতে বিহ্বল হইয়া ডাক্তারের গৃহ হইতে বাহির শুষ্টলেন । তার সংশয় ও ভাবনা আরে! বাড়িল । এই বিষয়ে পরামর্শ করিবার জন্ত, ডাক্তার B....এর বাড়ী গিয়। উপনীত হইলেন, এবং ঐ প্রসিদ্ধ ডাক্তারকে বলিলেন – “আমি এক অদ্ভূত বিভ্রম-বিকারে আক্রান্ত হয়েছি, আমি যখন আয়নায় মুখ দেখি, তখন আমার মুখের স্বাভাবিক অবয়বগুলো তাতে দথতে পাই না। আমি যে সব পদার্থে বেষ্টিত থাকতাম, সে সব পদার্থ বদলে গেছে। এখন আমার ঘরের দেয়ালগুলোও আমি চিনতে পারি না, আসবাবগুলোও চিনতে পারি না ! আমার মনে হয়, আমি যেন সে আমি নই-আমি যেন অন্ত লোক ।” ডাক্তার জিজ্ঞাসা করিলেন – “তুমি আপনাকে কি রকম দেখ, বল দেখি ? ভ্রমটা চোখ থেকেও উৎপন্ন হতে পারে, মস্তিষ্ক থেকেও উৎপন্ন হতে পারে।” —“আমি দেখতে পাই, আমার চুল কালে, চোথ নীল, মুখ ফ্যাকাশে,—আর দাড়িতে ঘেরা ।” —“ছাড়-পত্রে যে রকম কোন লোকের মুখের বর্ণনা থাকে, তোমার বর্ণনাটা তার চেয়ে সঠিক দেশচি। så