পাতা:অবনীন্দ্র রচনাবলী তৃতীয় খণ্ড.djvu/৩৭৫

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

কাঁচমহল, নচিমহল, খাসমহল – মহলের পর মহল, কোথাও নাই পাহারা টহল-ঘড়িয়াল ঘুমায় পড়ি, রাত কত ঘড়ি খোজ নাই সেটা। বুড়ি দিয়েছে উলটো মস্তর পড়ি দু-কুড়ি নয় বার। সময় পায়নি কুলুপ লাগাতে খাজনা খানার খাস মোহরার –খুঁমের তাড়াতে বাসাতে শুয়ে আছে বেহুশিয়ার । জীবন্ত যা-কিছু দেখে ঘুমেতে কাতর, চার চোরে পাতল চক্কর, খাজনা ঘরের কাছ-বরাবর। । গ্রহণের চাদ —ধরেছে যেন সোনার ডাবরের ছাদ, আঁধার কোটার আলিসার পর । খোল খোল আগল কুলুপ কুঞ্জি, খোল যা আছে বন্ধ— পেয়ে মড়ার হাতার চুল-পোড়া গন্ধ । পোহাতে না পোহাতে রাত খোল খাজনা খানার বন্ধ কপাট ফঁাসিতে লটক মরণ-মানষের হাত । চল ছুরি ছোরা, শাবল, হাতুড়ি, সিন্ধুক তোড়া, ধনের ঘড়া, টাকার তোড়া হাতাক চোর রাত ঘোরা । তার পরে ওঠে তো উঠুক চন্দ্র— তার আগে যদি কেউ ওঠে— মড়ার হাতের মুঠায় থাক খাড়ার চোটে হয়ে কবন্ধ । বন্ধ দোর সহজে খুলল, চার চোর ঢুকল পায়ে-পায়ে চলি । জলে উঠল মড়ার মুঠাতে মস্তর পড়া মড়ার চুলের সলি । రిశ్రీల