পাতা:অবনীন্দ্র রচনাবলী তৃতীয় খণ্ড.djvu/৩৯৯

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

আঁধার পরে চাদের কলা, কতক কালো কতক ধলা উত্তরে উঁচ দক্ষিণে কাত মেঘ একখানা বিরাট কোন দেশ হতে আসছে, কোথায় যাচ্ছে কিছু যায় না বলা ! গুণ্ডি ঘর একটা তারি তলায় তেল কালি পড়া পুরানো বেজায় সেটার চূড়ায় পেট লোহার ভুগুণ্ডি কাক । ছ-মুখে তার দুটো গলা । —-গুণ্ডি ঘর কারে বলে দাদামশায় ? --২ে৮ জানে ভাই, দেখে মনে হল সেটা গুণ্ডিঘর । কে জানে ভুৎখানা কি গুণ্ডিঘর ধাচাখানা খাচাপান কোন লুপ্ত যুগের গুপ্ত কুষ্টির দিচ্ছে খবর বারান্দা দিচ্ছে গান্ধার শিল্পের গন্ধ মৌর্য শিল্পের শৌর্য্য বোঝাচ্ছে সারি সারি দরজা জানাল অঁাট সাট বন্ধ অলিন্দে বারেন্দ্র শিল্পের খাড়া কটা কবন্ধ মাথার জন্তে অপেক্ষা করছে একটানা সদর দোরে পাল রাজাদের পালকি আছে পড়ে একখানা। কোথা এলেম কিছু ঠিক নাই মনে ভাবছি আগাই না পিছাই এমন সময় নাক-কাটা দুই মূর্ত্তি হাজির ৷ খোন খোন নাকি wmbrግ