পাতা:অবনীন্দ্র রচনাবলী তৃতীয় খণ্ড.djvu/৬২৯

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

অবশেষে শ্রীফলে অঁাকড়ি ভেজাইল, ডালেতে আছিল সৰ্প বুকেতে খাইল । সর্ব অঙ্গ শিশুর বেড়িল বিষ জাল ভূয়েতে পড়িল শিশু মুখে ভাঙে লাল। এদিকে পূজার বেল বহে যায়, রুহিদাস আসে না, ঠাকুরের ভোগ হয় না, ক্ষুধায় পেট জ্বলছে ব্রাহ্মণের । বিলম্ব দেখিয়া তবে কহিছে ব্রাহ্মণ ‘এখন না আইল কবে হবে দেবাচন –রন্ধন ভোজন । “যাও বাছা দেখে এস কোথা গেল ছেলেটা —এমন অকেজো দেখিনি তার মতো ' শৈব্যার তখন বুক কঁপিছে। এ গলি, সে গলি এ বাগানে সে বাগানে খুজে রাজঘাটের কাছে বেলতলায় দেখেন যেয়ে – বৃক্ষতলে পড়ে পুত্র, আর কেহ নাই কুএ । পুত্রকে দেখিয়া শৈব্যা পড়িল ভূতলে, যেমন কলার গাছ ভাঙে ডালে মূলে। মাও ফেরে না, ছেলে ও ফেরে না । ব্রাহ্মণীকে বলেন —“কি করি ? ব্লাহ্মণী বলেন –-"আর করব কি ? মায়ে পোয়ে পালিয়েছে । এই বেলা ঘুরে-ঘারে দেখ যদি ধরতে , । —‘এঃ আজ ঢের দুঃখ দিল নারায়ণ’ বলে ব্রাহ্মণ লাঠি হাতে বেরলেন সন্ধানে । ৬১৭