পাতা:অবনীন্দ্র রচনাবলী দ্বিতীয় খণ্ড.djvu/৩৯৬

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

গলা কাঠ হল। এক মুদির দোকানের সামনে— ‘ভিক্ষে দাও বাবা’ বলে ফড়িং গিয়ে হাত পাতলেন। মুদির দোকানের খুদে পিপড়ে কটু কটু করে শুনিয়ে দিলে – "ভিখ, পাওয়া যাবে না।’ গঙ্গাফড়িং ধারে খাবার চাইলেন— ‘এখন কর্জ দিয়ে প্রাণ বঁাচাও— ফসল ফললে কুঁড়োর বদলে কঁাড়ি দিয়ে ধার শুধব।' পিপড়ে শুধোল— ‘খুদ কুঁড়ো কঁাড়ি না করে এ ক'মাস করেছ কী শুনি ? গঙ্গাফড়িং খঞ্জনী বাজিয়ে গঙ্গামাহাত্ম্য শুরু করে দিলেন । রাত্রি হয়ে এল, মুদি বললে— ‘যদি গেয়ে গেয়েই দিনটা গেল তবে না খেয়ে রাতও পোহাক ’ বলে সে দোকানের বাপ বন্ধ করলে । "לףס