পাতা:অবনীন্দ্র রচনাবলী দ্বিতীয় খণ্ড.djvu/৪৭৩

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

সেইদিক দিয়ে চলে গেল ; পাহারাওয়াল আর মিস্ত্রি মজুর পিপড়ে-- গুলো দুধারে পথ ছেড়ে দাড়াল। পিপড়ের রাজত্বে দেখছি সচরাচর পিপড়েগুলো অত্যন্ত গরিব, জমিজমা যা কিছু সবই ওই পালক-ওঠা পি পড়েগুলোই দখল করে বেশ ছোটে-খাটে। এক-একটি পাহাড়ের মতে পিপড়ের ঢিবি বানিয়ে সুখে আছে! এই-সব সৌধীন পিপড়েদের জন্তে দেখলেম, বড়ো বড়ো বাগানে সব পালে পালে মাছি পোষা রয়েছে তারা সেগুলোকে মাঝে মাঝে শিকার করে – আমোদও পায়, পেট ও ভরায় । গরিব পি পড়েরা দেখলেম তাদের রাজ্যের ছানাপোনাগুলির ভারি আদর-যত্ন করে থাকে । ছেলেদের শিক্ষাদীক্ষার খুব ভালো বন্দোবস্ত করেছে দেখলেম । আর আমার মনে হয় এইজন্তেই পি পড়ে জাত এত বড়ো হয়েছে। এক-একটা বাড়িতে দেখলেম ছেলের পাল— ষষ্ঠীতলার ষেটের বাছার দল তারা। একধারে দাড়িয়ে আমি এ-সব চিন্তা করছি এমন সময় এক জাদরেল-গোছের পি পড়ে দেখলেম একটা টিপির উপরে উঠে হাতপা নেড়ে আর পাচজনকে কি হুকুম দিলেন— অমনি দেখলেম দলে দলে পি পড়ে-ফৌজ কেল্লা ছেড়ে খড়কুটো, পাতার ভেলা ভাসিয়ে সমুদ্রের ওপারে চলল। শুনলুম কোথায় একটা লড়ায়ে এদের হার হবার জোগাড় হচ্ছে তাই আরো সৈন্য সেখানে যাচ্ছে ; তুই জাদরেল পিপড়েতে কথা হচ্ছে দেখে আমি কান পেতে শুনে খবর পেলুম কোন এক দেশের ছারপোকারা নাকি কতকালের উই-ধরা পুরোনো একটা রাজতক্তের তলায় মুখে অনেক কাল বাস করছিল আশি যুগের রাজাদের গায়ের রক্ত খেয়ে খেয়ে । সেই অপরাধে নাকি খটমল দেশটাকে উজোড় করে দিয়ে তাদের উপযুক্ত শিক্ষা দেবার অন্তেই এর অগ্রসর হচ্ছে। আমি আস্তে আস্তে জাদরেলদের বললুম— ‘খটমল দেশের গোটাকতক ছারপোকাকে শাসন করতে গিয়ে আপনাদের একে তো যথেষ্ট খরচ হবে, তা ছাড়া সেখানে বনে জঙ্গলে কষ্ট পেয়ে অনেক পি পড়ে মারাও যেতে পারে।' র্তারা দুজনেই বললেন— ‘বিশ্বের কল্যাণের ভার যখন আমরা 8&6.