পাতা:অভিজ্ঞান শকুন্তলা নাটক.djvu/১৪১

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

২৩১ অভিজ্ঞান শকুন্তল৷ নাটক । বিদু। ভাল বয়স্য ! রোহিত মৎস্যের উদরে বড়িশের ন্যায় এই অঙ্গুরীয় কি প্রকারে প্রবিষ্ট হইয়াছিল। রাজা । যৎকালে সেই প্রিয়, শচীতীর্থে গঙ্গাজলে স্নান পূজা করিতেছিলেন, শুনিয়াছি তৎকালে তাহার হস্ত হইতে জলমধ্যে পতিত হইয়াছিল। বিদু। হইতে পারে। 4. মিশ্র। এই রাজর্ষি ধর্ম্মভীরু, এই কারণবশতঃ শকুন্তলার পরিণয়ে তাহার সন্দেহ জন্মিয়াছিল, অথবা ঈদৃশ অনুরাগ কি অভিজ্ঞান অপেক্ষা করে ? তৰে ইহা কি প্রকার, তাহ কিছুই বুঝিতে পারলাম না। রাজা। আমি এই অঙ্গুরীয়কে তিরস্কার করিব। বিদু। ( ঈষৎ হাস্য করিয়া) বয়স্য ! আমিও তবে আমার এই দণ্ডকাষ্ঠকে এই বলিয়া তিরস্কার করি, “ আমি এমন সরল তুই কেন এমন কুটিল । ,, রাজা। রে অঙ্গুরি কোমল অঙ্গুলি যুক্ত কর। কি কারণ ত্যজিয়ে পড়িলি নীরোদর। অথবা কি দোষ তোর তুই অচেতন । অচেতনে নারে গুণ করিতে গ্রহণ ॥ পাইয়াছি আমি তার এই নিদর্শন । আমি কেন প্রেয়সীরে করেছি বজ্জন । মিশ্র। আমি ঘাহা বলিতে ইচ্ছা করিয়াছিলাম, রাজা তাহা স্বয়ংই বলিলেন । w