পাতা:অভিজ্ঞান শকুন্তলা নাটক.djvu/১৫৪

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

অভিজ্ঞান শকুন্তলা নাটক । Ꮌ8© আর আমার এস্থানে বিলম্ব করা উচিত হইতেছে नी, ७थन बाईंज्ञा ७हे ब्रूडाख् वीज़ा थिञ्चनर्थौ भकूख् লাকে আশ্বাস প্রদান করি ! (ইতি আকাশ পথে নিষ্কান্ত । ) নেপথ্যে। “ ব্রহ্ম হত্যা হয় ব্রহ্ম হত্যা হয় । ,, রাজা । ( সচেতন হইয়া কর্ণ প্রদান পূর্বক ) অয়ে ! এ আত্মনাদ যে মাধব্যের বোধ হয় । চেট। মহারাজ ! বোধ করি পিঙ্গলিক প্রভৃতি চেটর মাধব্যের হস্তে চিত্রফলক দেখিয়া তাহাকে ধরিয়াছে। রাজা। চতুরিকে । রাজ্ঞীর নিকট যাইয়া আমার নাম লইয়া বল, তিনি আপন পরিচারিকাদিগকে দমন করিয়া কেন না রাখেন । (চতুরিকা নিষ্কান্তা । ) ( নেপথ্যে বারম্বার ঐ ৰূপ শব্দ হইতে লাগিল । ) রাজা। প্রত্যুত ব্রাহ্মণের স্বর, ভয় প্রযুক্ত অন্য প্রকার হইয়া গিয়াছে –এখানে কে আছে ? কঞ্চকী। (প্রবেশ করিয়া) মহারাজ আজ্ঞা করুন । রাজা । নিৰূপণ কর, কি কারণ মাধব্য ব্রাহ্মণ এত উচ্চৈঃ- , স্বরে ক্রন্দন করিতেছে । কঞ্চ গিয়া অবলোকন করি। (নিষ্কান্ত হইয়া পুনর্ব্বার প্রবেশ করিল । ) রাজা। পার্ব্বতায়ণ ! কিছু কি অনিষ্ট ঘটিয়াছে ? কঞ্চ না মহারাজ। g - রাজ। তৰে কি কারণ ভুমি কম্পান্বিত হইতেছ? >Ꮌ