১৬০ অভিজ্ঞান শকুন্তলা নাটক । সুচিত্রিত যে মৃন্ময়ময়ুর আছে তাহা ইহাকে আনিয়া দাও । ( প্রথম নিষ্কান্ত ।) বালক। কোই এখনে ময়ুর দিলে না, তবে আমি ইহারি সঙ্গে খেলা করি । তাপসী । ( তাহার প্রতি হাস্য করিতে করিতে ) বাছী ছাডিয়া দাও । ' রাজ। এই শৌর্য্যশালী নির্ভয় বালককে ক্রোডে করিতে আমার অত্যন্ত অভিলাষ হইতেছে । ( ইহা কহিয়৷ নিশ্বাস পরিত্যাগ পূর্বক, ) যেই শিশুগণ, হাসে অকারণ, দন্তাপ দর্শন হয় । বাক্য রমণীয়, অস্ফুট অমিয়, সতত ক্রোড়েতে রয় ॥ তাদের লইতে, শরীর ধূলিতে, যদিও ব্যাপিত হয়। তথাপি তখন, ধন্য সেই জন, যে জন ক্রোডে তে লয় ॥ তাপসী (অঙ্গুলি উত্তোলন করিয়া) ওরে বালক ! আমাকে ষে গণনাই করিতেছিসনে। (পশশ্বে দৃষ্টিক্ষেপ করিয়া) এ সময়ে এখানে কোন ঋষিকুমার নাই ? (রাজাকে দেখিয়া) মহাশয় । আমাদের এই নিষ্ঠুর বালক, কর দ্বারা মৃগেন্দ্রশাবককে অত্যন্ত উৎপীডন করিতেছে, অনুগ্রহ করিয়া ইহার হাতহইতে যদি সিংহশিশুকে মুক্ত করিয়া দেন, তবে ভাল হয় ।
পাতা:অভিজ্ঞান শকুন্তলা নাটক.djvu/১৬৯
অবয়ব