পাতা:অভিজ্ঞান শকুন্তলা নাটক.djvu/৬৪

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

अडिख्ञान शंकूडली नाप्लेक् । 轉@@ আগে দিয়ে সন্তাপ যেমন জলধর । পৃথিবীরে সুশীতল করে তার পর। শকু। যদি তোমাদের অভিমত হয়, তবে এমন কোন উপায় স্থির কর ষাহাতে আমি উক্ত রাজষির অনুকম্পার পাত্রী হইতে পারি, নতুবা আমি কেবল স্মরণের স্থল মাত্র হইব । রাজা। এই সংশয়চ্ছেদ-বাক্য আমার ঈদৃশ অবস্থাতেও আমাকে মুখি করিতেছে। প্রিয়া । ( জনান্তিক করিয়া) অনস্থয়ে । ইহার মনোরথ অতি দূরগত হইয়াছে, আর কালবিলম্ব করা উচিত নয়। অন । প্রিয়ম্বদে ! এমন কি উপায় আছে যাহাতে অবি লম্বে সখীর মনোরথ সম্পাদন করি । প্রিয়। এবিষয় অত্যন্ত কষ্টসাধ্য বটে, তথাপি শীঘ্র প্রবত্ত । হইতেছি, বোধ হয় দুষ্কর হইবে না। অন । সে কি প্রকার ? প্রিয়। তুমি কি দেখ নাই, যে অবধি সেই রাজর্ষি এই জনেতে স্নিগ্ধদৃষ্টিদ্বারা আপনার অভিলাষ প্রকাশ করিয়াছেন, সেই অবধি তিনি প্রজাগরকুশের সদৃশ লক্ষিত হই তেছেন । , * * রাজা । ( আপনাকে অবলোকন করিয়া ) যথার্থই আমি সেই ৰূপ হইয়াছি । তাপেতে তাপিত আমার কায় । হইয়াছে বর্ণ বিবর্ণ তায় ॥