পাতা:অভিজ্ঞান শকুন্তলা নাটক.djvu/৬৩

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

es जडिख्ञान अकूख्णो नाप्नेक । ফলতঃ বলিলে শুদ্ধতোমাদের ক্লেশের নিমিত্ত হইবে। উভে । সখি ! এ সমস্ত নির্ব্বন্ধ, কিন্তু প্রিয়জন নিকটে দুঃখের কথা কহিলে দুঃখ বেদন বিভক্ত হইয়া অনায়াসে সন্থ হইতে পারে। রাজা । তার দুখে দুখি যারা মুখে মুখি আর । জিজ্ঞাসিছে কহিবেক পীড়া আপনার ॥ দেখেছে আমারে যদি সতৃষ্ণ নয়নে । তবু ব্যগ্র আমি তার উত্তর শ্রবণে । শকু। ষে অবধি তপোবনরক্ষক সেই রাজর্ষি আমার দর্শন পথের পধিক হইয়াছেন—(এই অৰ্দ্ধ কহিতে না কহিতে, লজ্জাভিভূত হইলেন) উভে । বল বল প্রিয় সখি ! আমাদের নিকটে লজ্জা কি। শকু। সেই অবধি তদগত অভিলাষিণী হইয়া ঈদৃশী অ বস্থা প্রাপ্ত হইয়াছি। উভে । ভাগ্যবশতঃ যোগ্যবরে তোমার অভিলাষ হইয়াছে, এবং ইহা হইবার সম্ভাবনা বটে, কারণ সাগরকে পরি ত্যাগ করিয়া কোথায় মহানদী অন্য জলে প্রবেশ করে । , রাজা । ( সহর্ষ ) যাহা শুনিতে অভিলাষী ছিলাম তাহা শুনিলাম । , - আমারে সতত তাপ দিতেছে মদন । শীতল করিল সেই আবার এখন ৷