পাতা:অভিজ্ঞান শকুন্তলা নাটক.djvu/৭৩

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

心8 অভিজ্ঞান শকুন্তলা নাটক। আমি শুনিয়াছি কত, ঋষি কন্যা শত শত, হয়েছে গান্ধর্ব্ব বিবাহিত । তাহাতে সুহৃদগণ, হয়েছে প্রফুল্ল মন, অণর পরিবার মাতা পিতা ॥ (চতুর্দিক অবলোকন করিয়া ) হায় ! এক্ষণে হতাশ হইয়া নিবৃত্ত হইতে হইল । শকু (কয়েক পাদান্তরে গিয়া পরে পশ্চাৎদিকে মুখ ফিরাইয়া) পৌরব ! এই সম্ভাষণ মাত্র পরিচিত জনকে বিস্তৃত হইবেন না । রাজ। সুন্দরি ! করিলে গমন, কিন্তু মম মন, ধায় অন্ধুক্ষণ, তোমারি তরে। দিবস যখন, করয়ে গমন, ছায়া কি কখন, ত্যাজে তরুরে ॥ শকু। (কিয়দূর গমন করিয়া আত্মগত ) হা ধিক্ হা ধিক ঐ কথা শুনিয়া আর আমার পা চলিতেছে না, যাহা হউক, কুরুবকের অন্তরালে থাকিয়া আমার প্রতি তাহার কি ৰূপ অমুরাগ পরীক্ষা করি । ( বলিয়। সেইৰূপে স্থিতি করিলেন । ) রাজ। প্রিয়ে । আমি তোমার একান্তঅনুরাগী, আমাকে একাকী রাখিয়া চলিয়া গেলে । সুকোমল ৰূপ যার উপভোগ করা ভার, অtহামরি হইয়ে নির্দয় ।