বিষয়বস্তুতে চলুন

পাতা:আকাশ-প্রদীপ-রবীন্দ্রনাথ ঠাকুর.djvu/১৯

উইকিসংকলন থেকে
এই পাতাটিকে বৈধকরণ করা হয়েছে। পাতাটিতে কোনো প্রকার ভুল পেলে তা ঠিক করুন বা জানান।
আকাশ-প্রদীপ

 সে ডাকের সঙ্গে মিশে নারিকেল-ডালে
 দোলা খেত উদাস হাওয়ার তালে তালে।
কালো অঙ্গে চটুলতা, গ্রীবাভঙ্গী, চাতুরী সতর্ক আঁখি কোণে
 পরস্পর ডাকাডাকি ক্ষণে ক্ষণে
 এ রিক্ত বাগানটিরে দিয়েছিল বিশেষ কী দাম।
 দেখিতাম, আবছায়া ভাবনায় ভালবাসিতাম॥


১৪।১০।৩৮


ধ্বনি


 জন্মেছিনু সূক্ষ্ম তারে-বাঁধা মন নিয়া,
 চারিদিক হতে শব্দ উঠিত ধ্বনিয়া
 নানা কম্পে নানা সুরে
 নাড়ীর জটিল জালে ঘুরে ঘুরে।
 বালকের মনের অতলে দিত আনি
 পাণ্ডুনীল আকাশের বাণী
 চিলের সুতীক্ষ্ণ সুরে
 নির্জন দুপুরে,