বিষয়বস্তুতে চলুন

পাতা:আকাশ-প্রদীপ-রবীন্দ্রনাথ ঠাকুর.djvu/৪২

উইকিসংকলন থেকে
এই পাতাটিকে বৈধকরণ করা হয়েছে। পাতাটিতে কোনো প্রকার ভুল পেলে তা ঠিক করুন বা জানান।
আকাশ-প্রদীপ

 সামনে পদ্মপাতা,
 মাঝখানে তার চাঁপার মালা গাঁথা,
 সন্ধ্যেবেলার বাতাস গন্ধে ভরে।
 নিশ্বাসিয়া বললে কবি,—
 এই মালাটি নয় তো আমার তরে॥


৩৷১২৷৩৮


আমগাছ

 এ তো সহজ কথা,
 অঘ্রাণে এই স্তব্ধ নীরবতা
 জড়িয়ে আছে সামনে আমার
 আমের গাছে;
 কিন্তু ওটাই সবার চেয়ে
 দুর্গম মোর কাছে।
বিকেল বেলার রোদ্দুরে এই চেয়ে থাকি,
 যে রহস্য ঐ তরুটি রাখল ঢাকি
 গুঁড়িতে তার ডালে ডালে
 পাতায় পাতায় কাঁপনলাগা তালে

৩১