পাতা:আচার্য্য প্রফুল্লচন্দ্র.djvu/১০৬

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

আচার্য্য প্রফুল্লচন্দ্র বাইরে, তার প্রিয় ছাত্রসমাজের গণ্ডীর বাইরে জনসাধারণের নিকট পরিচিত হলেন। এতদিন তিনি শুধু ছাত্রসমাজের কাছে পরিচিত ছিলেন তার নানা কাজের জন্য, এখন সারা দেশবাসী তঁর কাজের কথা, দানশীলতার কথা জানল। জনসাধারণ এখন পি, সি, রায়কে দেখবার उञ Jठ इद्म् । এই সময় অসহযোগ-আন্দোলন প্রবল বেগে চলছিল। মহাত্মা গান্ধী তখন চরকা-মন্ত্র প্রচার করছিলেন । আচার্য্য রায় প্রথমে চরকা ও খন্দরের পক্ষপাতী ছিলেন না । প্রথমে তিনি চরকার বিরুদ্ধে নিজের মত ব্যক্ত করেন । কিন্তু এই খুলনা দুর্ভিক্ষ তঁর মতের পরিবর্তন ঘটায়। যখন খুলনা দুর্ভিক্ষের প্রকোপ কমে এল, তখন তিনি চিন্তা করতে লাগলেন দুর্ভিক্ষ পীড়িত লোকদের কি কাজ দেওয়া যেতে পারে, যাতে তারা সমস্ত দিন ব্যাপৃত থাকতে পারে ও তাদের জীবিকারও সংস্থান হতে পারে। তিনি যখন দেখলেন যে, যদি দুর্ভিক্ষপীড়িত নরনারীরা অবসর সময়ে চরকা কাটে, তবে তাতে তাদের অনেক সাহায্য হবে, তখন তিনি নিজে চরকা মন্ত্রে দীক্ষিত হলেন। তঁর উৎসাহে ও চেষ্টায় খুলনার ঘরে ঘরে চরকা চলতে লাগল। లో