পাতা:আচার্য্য প্রফুল্লচন্দ্র.djvu/৪০

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

আচার্য্য প্রফুল্লচন্দ্র ৫০০২ দি, তবে কি তুমি সেই টাকাটাকে বাড়িয়ে হাজার দু'হাজারে দাড় করাতে পারবে ?” “কোন পারব না ?” “এই যে বল্লে কেন পারব না, that shows যে তুমি ব্যবসার কিছুই জান না। ব্যবসা কি মুখের কথা ? এই মাড়োয়ারীদের কথাই ধর । তারা যখন ব্যবসা আরম্ভ করে, তখন কোন মহাজনদের কাছ থেকে কাপড় নিয়ে সেই কাপড় ঘাড়ে করে” বোঁচতে বেরোয়। এই রকমে সামান্য অবস্থা থেকে আরম্ভ করে, কালে তারা লাখপতি, ক্রোড়পতি হয়। যেমন এণ্টনী হতে গেলে ২৫ বছর গ্রাজুয়েটকে তাদের কাছে শিক্ষানবিশী করতে হয়, সেই রকম ব্যবসা করতে হলেও প্রথম ২৪ বছর হাতে কলমে কাজ শিখতে হয় । এই, আমার এক ছাত্রের কথা ধর । তিনি একজন M. Sc.-কিন্তু এসব কিছু না করে দালালিতে ঢোকেন। তারপর পুরো ৭টী বছর শুধু হাতে-কলমে কাজ শেখেন। ৭ বছর struggle করবার পর তিনি এখন মোটর চড়ে বেড়াচ্ছেন, তঁর DBDS DDD DBDD BDD BD BDBD BB S S BBBD বলছি মূলধনে কি হবে, আগে চাই শিক্ষা, একটা প্রকৃত training। সেই সাধনা না থাকলে কিছু হবে না।” VOR