পাতা:আচার্য্য প্রফুল্লচন্দ্র.djvu/৯০

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

আচার্য্য প্রফুল্লচন্দ্র য়ুরোপীয়ানের দোকানে শিক্ষানবিশীর বড় প্রয়োজন। এসব ক্ষেত্রে ভূইফোঁড়ের স্থান নেই,-হাতে কলমে কাজ শিখতে হবে, এ কথা আমি পূর্বেই বলিছি।” বর্ত্তমানেও দু’একজন বাঙালী ব্যবসাক্ষেত্রে নাম করেছেন, তঁরা হচ্ছেন,-“স্যর রাজেন্দ্রনাথ, জে, সি, ব্যানাজ্জা, কয়লাখনির স্বত্বাধিকারী, এন, সি, সরকার, রেলওয়ে ট্রাফিকের এস, সি, ঘোষ এর উপাধির ধার ধারেন না। জে, সি, ব্যানাজীর কৃতিত্ব বাংলা দেশ ছাড়িয়ে বোম্বাই পুণা প্রভৃতি স্থানে পৌঁছেচে। সেখানে এখন এককোটি টাকার কণ্টক্ট তার হাতে। বাঙালীর বোম্বাই প্রদেশে এই প্রথম প্রতিষ্ঠা ; আমাদের পক্ষে এ বড় গৌরবের কথা ।” যখন আমাদের সামনেই এই সব জ্বলন্ত আদর্শ খাড়া রয়েছে, তখন আমাদের সকলেরই উচিত এই নূতন পথে ধাবিত হওয়া । তাই তিনি বলেছেন,-“কঠিন সমস্যাসকলের মীমাংসা করবার ভার আমাদের হাতে-আমাদের ক দুর্বলচিত্ত, চাকরীপ্রিয়, বিলাসী বাবু হওয়া সাজে ? হতে হবে, দৃঢ়ব্রত হতে হবে, মেরুদণ্ডবিশিষ্ট মানুষ হতে হবে । অল্পসমস্যার মীমাংসা করতে পারলে সঙ্গে সঙ্গে অনেক প্রশ্নের সমাধান হয়ে যাবে। তাই ব্যবসা R