পাতা:আচার্য্য প্রফুল্লচন্দ্র রায়ের প্রবন্ধ ও বক্তৃতাবলী.djvu/২৬

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

ه أمر ذ নহে, পরস্তু এই প্রারম্ভাবস্থায় তাহার যে নূতন তথ্যের আবিষ্কার করিয়াছেন, তাহা বিজ্ঞানচর্চাগর্ব্বিত যুরোপীয়গণেরও বিস্ময়োৎপাদন কন্থিয়াছে। তীক্ষ্ণ পর্যবেক্ষণশক্তি ও ঘটনার কারণনিরূপণের ইচ্ছা প্রফুল্লচন্দ্রের পঠদ্দশাতেই প্রতিভাত হইয়াছিল। এডিনবরা বিশ্ববিদ্যালয়ে ছাত্রারস্থায় তিনি এক শ্রেণীর নূতন যৌগিক পদার্থ (Conjugated Sulphates of the Copper Magnesium Group ) aftos" করেন। এই গবেষণার ফলে বিশ্ববিদ্যালয়ের কর্তৃপক্ষ যে তাঁহাকে তথাকার সর্ব্বোচ্চ সম্মান ডি-এস-সি ডিগ্রী প্রদান করেনু, তাহ পূর্ব্বেই বলা হইয়াছে। নাইট উপাধি লাভ, বিলাতম্বাত্রা, দেশসেবা, পানশীলতা, জাতীয় শিক্ষণ ও রাজনীতি ক্ষেত্র । বিগত জার্ম্মাণ-যুদ্ধের সময়, যুদ্ধ চালাইবার জন্য বহুপরিমাণে গোলগুলি ও বারুদের প্রয়োজন হইয়াছিল। সেই সময় বেঙ্গল-কেমিক্যাল ভারত সরকারকে বহু পরিমাণে ঐ সকল জিনিষ সরবরাহ করে। যুদ্ধে এই সাহায্যের জন্য ও মৌলিক গবেষণার জন্য সম্রাটু বেঙ্গল কেমিক্যালের সুলতা আচার্য পুফুল্ল চন্দ্রকে স্তর উপাধিতে বিভূষিত করেন। উচ্চাঙ্গের রসায়ন-চর্চা করিবার জন্য ১২৯১ সালের আগষ্ট মাসে কলিকাতা বিশ্ববিদ্যালয় আচার্ষ্য রায়কে বিলাতে প্রেরণ করেন। ' খুলনা জেলা ব্যাপী যখন ভীষণ দুর্ভিক্ষ দেখা দিয়াছিল—সেই সময় আচার্য্য প্রফুল্লচন্দ্র দেশের লোকের দ্বারে দ্বারে ভিক্ষা করিয়া তিন লক্ষ টাকা