বিষয়বস্তুতে চলুন

পাতা:আদর্শ-সতী.djvu/১০

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

s আদর্শ সতী । সুর। দেখেছ একমনে কি ভাবছেন ? মহা । ভাবছেন, আমি যদি তাপস না হ’য়ে কোন রাজকুমার হোতেমূ-ত হ’লে হয়ত কোন রাজকন্যার সঙ্গে বিবাহ হ’ত । সুর। কিন্তু সখি ! রাজকন্ত হ’লেই যে রাজপুত্র বিবাহ ক’র্ত্তে হবে, তারই বা ঠিকৃ কি ? সাবি। বিধাতা রাজপুত্রকেও যে ভাবে স্থষ্টি কোরেছেন, ঋষিকুমারকেও সেই ভাবে স্থষ্টি করেছেন। সত্য । (স্বগত) একি ! বনদেবির আগমন নাকি ? মহা । আমি একবার গিয়ে পরিচয় দিয়ে আসি । সাবি। উচিত—নতুবা তাপসকুমারের অমর্য্যাদা করা হয় | (সত্যবানের বেদি হইতে অবতরণ ) মহা । (অগ্রসর হইয়া ) প্রণাম । সত্য। জয়োস্তু ! আপনাদের অপরিচিতের দ্যায় বোধ হ'চেচ | মহ। অজ্ঞে ই—আমার সখি সাবিত্রি জয়ন্তির অধিপতি অশ্বপাল রাজার কন্যা, বনভ্রমণে এসেছেন। সত্য। (স্বগত) রাজকুমারি! বামণের চন্দ্রম্পর্শ নানা চিন্তা দূর ছোকৃ। মহা । দেব ! তবে আমাদের বিদায় দিন । সত্য। ( শূন্তহৃদয়ে ) বিদায় ? কেন ? মহা । সন্ধে ছোয়ে এস ।