বিষয়বস্তুতে চলুন

পাতা:আদর্শ-সতী.djvu/৭

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

প্রথমাঙ্ক | (তপোবন—লতাচ্ছন্ন বেদিকোপরি সত্যবান আসীন।) চিতাগরি—আড়াঠেকা। কোথাহে তরুণ তপন । কাদাইয়ে কমলিনী করিছ গমন ॥ কুসুমিত উপবনে, বিষাদিত বদনে ; ভালুপ্রিয়ে করিছে রোদন। সহাস তাপস সূতা, করে ধরি বন লতা ; যামিনীরে করে আবাহন। সত্য। চঞ্চল মন কিছুতেই স্থির হয় না। ও—প্রাসাদের স্ফটিক্ ভিত্তিতে চরণস্পর্শ কোত্তেও র্যার কষ্ট বোধ হত, আজ কিন তিনি কণ্টকময় পথে বিচরণ কোচ্ছেন? সেই দুগ্ধফেননিভ শয্যা আজ কিনা মৃগচর্ম্মে পরিণত হয়েছে। আমার রুদ্ধ পিতামাত একে সামর্থহীন, তাতে আবার ঈশ্বরের লিপিকৌশলে অন্ধ!! অভাগ৷ সত্যবান একদিনের অরেও পিতামাতার অমিয়বচন শুনতে পেলেন, পাবেওন সে বিষয়ে স্থির