পাতা:আনবারশোহেলি.djvu/১০১

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

SR আনবারশোহেলি । ইতোমধ্যে হোসেন বাদশাহের উপদেশ পত্র রাজ । উপস্থিত করিয়। তাহার এক২ উপদেশ কছিলেন ব্রাহ্মণ তাহার প্রত্যেক কথার বৃত্তান্ত কহিতে লাগিলেন । রাজা রায় দণবেশিলীম সেই সকল বাক্য স্মরণ করিয়1 রাথিতে লাগিলেন । করটক দমনকের যে ইতিহাস সে এই উভয়ের উত্তর পুতু্যত্তর স্বৰূপ হইয়াছে । আমি তাহাকে চতুর্দ্দশ অধ্যায়ে সমাপ্ত করিয়াছি। প্রথমাধ্যায় । , তোষামোদ ও অপবাদক হইতে অন্তর হওন । মহারাজাধিরাজ রায় দণ বেশিলীম ঐ হস্তিপাদ ব্রাহ্মণকে কহিলেন যে প্রথম উপদেশের ভাব এই যে কোন ব্যক্তি যদ্যপি ভূপতির নিকট পুতিপন্ন হয় তবে তৎ সভাস্থ ব্যক্তির। অবশ্যই তাহার বিপক্ষ হইবেক আর ঐ বিপক্ষের। তাহার মান হানির চেষ্টা করিয়। নান। প্রবঞ্চনার দ্বারা পৃথ্বী পতির অন্তঃকরণ তাছ। হইতে পরিবত্ত করিবেক, সুতরাং মহীপতির উচিত, যে উপাসকের বাক্য অতি সূক্ষ্ম ৰূপে বিবেচনা করেন, আর যখন অবগত হইবেন যে ইহারদিগের বাক্য প্রবঞ্চন সম্বলিত তখন তাহ অগ্রাহ্য করবেন। উপাসক জনে স্থান দেওয়া নহে উক্ত । তাহাদের বাক্য হয় হুল মধু যুক্ত।