অনিবারশোহেলি । ఏ లి প্রকাশে আসব দান করে বন্ধ হয়ে । • অপ্রকাশে হুল বিন্ধে মর্ম্ম ছিদ্র পেয়ে । আপনকার নিকট আমি এই নিবেদন করি, যে এই উপদেশানুসারে এক ইতিহাস কহিতে আজ্ঞা হয় । অনন্তর ব্রাহ্মণ কছিলেন, যে রাজ্যের নির্ভর এই উপদেশের মধ্যে আছে, আর যদ্যপি রাজা অtষ্মম্ভরি ব্যক্তি দিগকে ঐ সকল দোষ হইতে নিবৃত্ত না করেন তবে তাহার রাজ সভা স্থ মান্য ব্যক্তি দিগকে অপদস্থ করে । ইহাতে রাজ্যের অনেক প্রকার ক্ষতি হয় । এবং মেদি নি-পতির ও তদ্রুপ ঘটে । আর যদ্যপি বন্ধ দ্বয়ের মধ্যে কোন প্রত্যরক প্রবেশ করে তবে সে পশ্চাৎ ঐ বন্ধ,দ্বয়ের মধ্যে অবশ্যই ভেদ জন্মায়, যে মত ব্যাঘ্র ও গোর মধ্যে হইয়। ছিল । রাজ; জিজ্ঞাস করিলেন, যে সে কি প্রকার । ১ গল্প । পরে বেদপাদ ব্রাহ্মণ কহিতে লাগিলেন যে এক সওদাগর নানা দেশ ভ্রমণ করিয়া কাল গত সুখ দুঃখাদি অনেক পরীক্ষা করিয়াছিলেন । ঐ ব্যক্তি প্রভু ভক্ত বড় বুদ্ধিমান । ভ্রমণে বিদিত ছিল কর্ম্মের সন্ধান ।। পরে যখন ঐ ব্যক্তি জ্বর ও বৃদ্ধাবস্থা প্রাপ্ত হইলেন তৎকালীন আপন তিন পুত্রকে ডাকিলেন । তাহার। বুদ্ধিমান ছিলেন। কিন্তু ধন মদে মত্ত হইয়। পিতৃ বিভবানুসারে না চলিয়। স্বীয় ব্যবস ত্যাগ করত
পাতা:আনবারশোহেলি.djvu/১০২
অবয়ব