পাতা:আবকারস্‌ হ্যাণ্ডবুক.djvu/২৬

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

অবকারস হ্যাগুৰুক । gh দ্বিতীয় পরিচ্ছেদ।

  • @ 9 6 ame

সাধারণ বিধি । ১ । অন্যরূপ ধার্ঘ্য বা বোর্ড ੜੇ বিশেষ নির্দেশ না হইলে সকল প্রকার অবকারি লাইসেন্স চলিত এক বৎসরের জন্য দেওয়া হইবে। এবং ১ল৷ এপ্রেল * হইতে বৎসর আরম্ভ ধরিতে হইবে । বৎসরের মধ্যে অন্য সময়ে লাইসেন্স লইলে সে লাইসেন্স কেবল ঐ বৎসরের শেষ পর্য্যন্ত চলিবে। ২ । যখন কোন দোকান নিলামে বিক্রয় হয় তখন বুঝিতে হইবে, যে ঐ দোকানের চারিদিকে কোন নির্দিষ্ট পরিমাণ স্থানের মধ্যে ঐ দোকান হইবে। কলিকাতায় এরূপ নির্দিষ্ট স্থান পুরাতন দোকানের চারিদিকে ৩০০ হাত ধরা হয় । * বেtঃ নিঃ ৮ ।

  • গবর্ণমেণ্ট রাজকীয় সমস্ত কার্য্যের জন্ত বৎসর এপ্রেল মাস হইতে ধরেন।
  • দৃষ্টান্ত যেমন কলিকাতায় পটলডাঙ্গায় একখানি দোকান নিলাম হইল। ঐ দোকান যিনি কিনিলেন র্তাহাকে যে, সে দোকান যে ঘরে ছিল, সেই ঘরেই দোকান করিতে হইবে এরূপ নহে। ঐ দোকানের চারিদিকে ৩০০ হাতের মধ্যে যে কোন স্থানে তিনি দোকান খুলিতে পারেন। মফস্বলেও ঐরূপ। পূর্ব্ব দোকানের চারিদিকেই কত দূরের মধ্যে দোকান খুলিতে হইবে তাহ নিলামের সময় জানাইয়: দিবে।