পাতা:আবকারস্‌ হ্যাণ্ডবুক.djvu/২৭

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

·ჯ, 0 অবকারসূ হ্যাণ্ডবুক । ৩ । কল্লিকাতায় দোকানের জন্য নিম্নলিখিত বিশেষ নিয়ম আছে । বোঃ ১০ । - (ক) আবৃক্লারি সুপারিন্টেণ্ডের নিকট হইতে লাইসেন্স লইবার অগ্রে প্রথম পুলিসের ডেপুটী কমিসনার সাহেবের নিকট আবেদন-ক্লারকের ট্র্যাহার চরিত্র বিষয়ের এক সাটিফিকেট দিতে হইবে । (খ ) নিলাম বিক্রয় প্রথায় নিলাম ক্রেতা নিলামেব পব সাটিফিকেটের জন্য পুলিসের ডেপুটী কমিসনার সাহেবের নিকট আবেদন করিবেন। (গ) “ ফিকসড লাইসেন্স” প্রথায় দোকান বা হোটেল খুলিতে হইলে প্রথম আবগারি সুপারিন্টেণ্ডের নিকট আবেদন করিতে হইবে ; তিনি যদি অনুমোদন করেন তবে সেই সাটিফিকেট সহ ডেপুটী কমিসনার সাহেবের নিকট আবেদন করিতে হইবে । (ঘ) যিনি লাইসেন্স লইবেন হোটেল কিম্বা দোকান কেবল তাহারই নামে খুলিতে হইবে। কেহই আবগরি বিভাগের অনুমতি ভিন্ন লাইসেন্স অন্য নামে পরিবর্তন কিম্বা অন্সের নিকট হস্তান্তুর করিতে পারিবেন না । v ৪ । বৎসরের শেষে সমস্ত লাইসেন্স ফেরত দিতে হইবে । পুরাতন লাইসেন্স, বে মেয়াদি বা ক্যাসেল, লাইসেন্স কলেক্টর সাহেবের নিকট ফেরত না দিলে কিম্বা তাহ ফেরত না দিতে পারার বিশেষ কারণ না দর্শাইলে আর নূতন লাইসেন্স দেওয়া হুইবে না। লাইসেন্স ফেরত না দিলে অনতিবিলম্বে পুলিস দ্বারা দোকান বন্ধ করা হইবুে । ( বোঃ নিঃ ১২ )।