পাতা:আমার জীবন.djvu/৯০

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

{ আমার জীবন দিবস গত হয় নাই, এক প্রকার ভালই রাথিয়াছিলে । এক্ষণে আমার শেষ কাণ্ডে না জানি কেমন তুর্দশা বা করিয়া দাও, তাহা তুমি জ্ঞান। যাহ। হউক পিতা তুমি আমাকে যখন যে অবস্থায় রাখিবে তাহাই উত্তম । আমি যেন তোমার নামানন্দেই পরিপূর্ণ থাকি, আমার এই প্রার্থনা । মন তোরে বুঝাব কত নিজে তুমি বলে হত, সেনাপতি হ’য়ে এলে রণে । হইলে হয়ত জয়, রিপু ছিল পরাজয়, মুক্তহস্তে এসেছিলে কেনে। তব ব্যবহার দেখে, সহজে হাসিবে লোকে, রণভয়ে পলাইছ দূরে। হায় কি বিষম দায়, সমর না হতে জয়, জয়পত্র বাধ কেন শিরে ॥ ক্রয়োদশ রচনা জগতের প্রাণধন, বিশ্বব্যাপী নিরঞ্জন, বিশেষ প্রকাশ তুমি মানব হৃদয় হে। তব গুণ প্রকাশিত, নাহি স্থান অবিদিত, তব দয়া ভুবন-ভূষিত দয়াময় হে ॥ পাষাণ দুর্মতি যার ফিরে শাস্তি হয়ে হারা, তবু তব প্রেমনীর করে বরষণ হে । তুমি চৈতন্তের মূল, নাহি তব সমতুল, অকুলে পড়েছি নাথ, আমি অচেতন হে ॥ ভবেয় তরঙ্গ-রঙ্গ, হেরিয়ে কঁাপিছে অঙ্গ, এ সময়ে কোথা প্রভু দয়ার সাগর হে। ডাকিতেছি সকাতরে, প্রভু প্রেমরত্নাকরে, ছখিনীয়ে খাণৰে, পতিত না কর হে ॥