পাতা:আমেরিকা ভ্রমণ.djvu/২০২

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

আমেরিকা ভ্রমণ و 8 لا অtমি তাহাকে যথাযথ উত্তর দিয়া ট্রেণে চাপি । কয়েকদিন পরে একটা সংবাদপত্রে নিম্নলিখিত লেখাটুকু দেখি-“প্রিনস্ সিংহ, একজন হিন্দু ধান, ইক্ষু, কাপাস প্রভৃতির চাষের অনুসন্ধান করিবার জন্য দক্ষিণ অঞ্চল ভ্রমণ করিতেছেন ইত্যাদি . . . . . . . ।” আমার মনে হয় আমার মাথায় জাকাল পাগড়ী থাকাতে ঐ reporter আমাকে রাজপুত্র মনে করেন ও ঐরূপ সংবাদ প্রকাশিত করেন ; Arkansas ষ্টেটের অন্তর্গত Stuttgart সহরে মেথানে ধানের চাষ খুব বেশী পরিমাণে হয়, সেখানে আসিয়া পৌছাইলে একটা শ্বেতাঙ্গ হোটেলে lunch খাইবার জন্য প্রবেশ করি । আমি চেয়ারে বসিয়। waitressCKE Ff? E FfH 9 bill of fare cqfolgt stfn fq fq atšą তাহার হুকুম করি । হোটেলের waitress আমাকে পরিবেশন করিতে ইতঃস্তত করিতেছিল, ও বলিল, “আমাকে কি বোকা পেয়েছেন ? আমরা এখানে কল লোকদিগকে পরিবেশন করি না। ” ভাগ্যক্রমে সেই সময় Daily Arkansawyerএর সম্পাদক র্যাঙ্গার সহিত আমি পুর্ব্বে পরিচিত হইয়াছিলাম, তিনিও lunch থাইতেছিলেন । তিনি waitressকে সম্বোধন করিয়া বলিলেন, “উনি নিগ্রে নন, উহাকে এখানে পরিবেশন কর ।” তখন আমার lunch পাইলাম । খাইতে খাইতে উক্ত restaurantএর স্বত্ত্বাধিকারী আসিয়া উপস্থিত হইলেন । তিনি তখন কাল! লোককে এখানে থাইতে দেখিয়া আমার প্রতি বাঘের মতন দৃষ্টি নিক্ষেপ করিতেছিলেন । আমি তখন কাট চামচ রাখিয়া র্তাহার নিকট গিয়া নিজেকে পরিচিত করিলাম । তখন মাথার পাগড়ী ইচ্ছাপূর্ব্বক খুলিয়া দেখাইলাম যে আমার নিগ্রোর মতন কোকড়ান চুল নাই। তখন তিনি স্ব প্রসন্ন হইয়া বলিলেন, “আপনি থাউন, মহাশয় ।” এই Stuttgart সছরে আমি একট মাস কাটাই ও অনেক গণ্যমান্ত লোকের সহিত, আমার পরিচয় হয় । ঐ rest