পাতা:আর্য্য-নারী দ্বিতীয় ভাগ.djvu/১২০

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

কৃষ্ণকুমারী। SSS সৌভূগ্যের কারণ। যে রাজপুতের মেয়ে নিজেব মান রাখিবার জন্য চিরদিন হাসিতে হাসিতে চিতায় উঠিয়াছে, মেয়েকে হাসিতে হাসিতে নিজের হাতে সাজাইয়া চিতায় তুলিয়া দিয়াছে, সেই রাজপুতের মেয়ে হইয়া, রাজপুত মেয়ের মা হইয়া, আজ তোমার মেয়ের “এমন গৌরবের মরণে এত কাতর হইতেছ ? ছি, মশা আর কঁাদিও না, ধৈর্য্য ধর, রাজপুতনীর বল দেখাও। মিবারের মহিষী তুমি, মিবারমহিষীর ন্যায় সতেজে সগৰ্বে মিবার রক্ষার জন্য নিজের কন্যাকে উৎসগ কর।” ( ( ) ক্রঞ্চার কথায় রাণী উঠিলেন। ধীরে ধীরে অশ্রু সম্বরণ করিলেন। কহিলেন,-“মা, আমি কি সাধে৷ কঁাদি মা ? কৃষ্ণা, মিবারের এই বিপদে আজ মিবার রাখিতে একটি বীর অসি ধরিল না, একটি বীর একবিন্দু শোণিত পাত করিল না, অনায়াসে কোমল বালিকা তুই, তোকে বিসর্জন দিতে প্রস্তুত হইল ! এ দুঃখ যে রাখিবার স্থান নাই কৃষ্ণা ! আজি আগ্নের মত যদি রাণার শোণিতে—মিবারের বীরগণের শোণিতে মিবার সিক্ত হইতে দেখিতাম, আজ যদি মিবার ভরিয়া মিবা রবীরগণের অন্ত্রে ঝনঝনা, বীরকণ্ঠে হুঙ্কার শুনিতাম, প্রাণ নাচিয়া উঠিত, হৃদয়ে শক্তি আসিত, তোকে কোলে লইয়া হাসিতে হাসিতে আমিও চিতায় উঠিতে পারিতাম। মিবারের রাজপুরুষগণ আজ সকলে আপনা বঁাচাইতে, কোমল