পাতা:আর্য্য-নারী দ্বিতীয় ভাগ.djvu/১৪৬

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

esfies ( SQ ) সহ হুমায়ুন যখন দিল্লীর সম্রাট, বাহাদুর সাহ নামে একজন স্বাধীন মুর্তমান রাজা তখন গুজরাটে রাজত্ব করিতেন। আমরা জবহারবাইএর গল্পে এই বাহাদুরসাহ এবং তঁাহার মিবার আক্রমণের কথা বলিয়াছি । ইহার রাজত্ব কালে গুজরাটের নিকটে রাইসিন দুগে শিহালাদি নামে একটি ক্ষুদ্র হিন্দু রাজা ছিলেন। এই আখ্যায়িকার নায়িকা দুৰ্গাবতী এই শিহালাদি রাজার পত্নী । বাহাদুরসহ রাইসিন দুৰ্গ আক্রমণ করেন। প্রথম যুদ্ধে শিহালাদি বাহাদুরের হস্তে বন্দী হইলেন। তখন শিহলাদির ভ্রাতা লক্ষণের উপর দুৰ্গরক্ষার ভাৱ পড়িল । যুদ্ধ চলিতে লাগিল । কিন্তু মুশলমানের দুর্গ হস্তগত করিতে পারিলেন না। তখন বাহাদুরসহ লক্ষণকে জানাইলেন,-“যদি সহজে দুৰ্গ ছাড়িয়া দাও, শিহ্নলাদিকে মুক্তি দিব এবং দুর্গবাসী স্ত্রী পুরুষ কাহারও প্রতি কোন অত্যাচার হইবে না । আর যদি সহজে না ছাড়, যুদ্ধ করিয়া যদি দুৰ্গ লইতে হয়, দুৰ্গবাসী কাহারও DD DBD LLL BBDB DBB D S SBDBDBBL BDB DDD S লক্ষণ ভীত হইয়া দুৰ্গ ছাড়িয়া দিলেন।