পাতা:আর্য্য-নারী দ্বিতীয় ভাগ.djvu/১৫২

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

बिछांबाहै । 80 হিন্দুরাজ্য ধ্বংস হইলেও হিন্দুর শক্তি একেবারে কখনো লোপ পায় নাই। মুশলমান রাজাদের অধীনে শত শত ক্ষুদ্র হিন্দু জমীদার, জায়গীরদার ও দুৰ্গাধিপতিরা নিজ নিজ অধিকৃত ক্ষুদ্র ভূখণ্ড শাসন করিতেন। এই সব হিন্দু ভুস্বামীরাই কি যুদ্ধে, কি রাজ্যশাসনে, আমেদনগর, বিজাপুর ও গোলকুণ্ডার মুশলমান রাজাদের প্রধান সহায় ছিলেন। এত শক্তি সত্ত্বেও যে হিন্দুরা মুশলমানের অধীন ছিলেন তার প্রধান কারণ এই যে, এই সব হিন্দু ভুস্বামী সকলে মিলিয়া কখনো এক হইতে পারেন নাই, অথবা কেহ এত বড় হইতে পারেন নাই, যে, অন্যান্য সকলকে নিজের অধীনে আনিয়া এক বৃহৎ হিন্দু শক্তির প্রতিষ্ঠা করিতে পারেন। দাক্ষিণাত্যের পশ্চিমভাগে মারাঠা দেশ। এ দেশেও অনেক মারাঠা জায়গীরদার ও দুৰ্গাধিপতি কেহ আমেদনগর, কূেহ বিজাপুর এবং কেহ গােলকুণ্ডার স্বলতানদের অধীনে কার্য্য করতেন। শিবাজিই প্রথমে আপন শক্তি-বলে সমস্ত মারাঠা জাতিকে আপনি অধীনে আনিয়া এমন এক নূতন শক্তিতে হিন্দুজাভীর জাতীয় জীবন এক নুতন ভাবে অনুপ্রাণীত করিয়া তুলেন, যাহার প্রচণ্ড আঘাতে কেবল দাক্ষিণাত্য কেন, সমগ্র ভারতের মুশলমান-শক্তি পর্যন্ত ভাঙ্গিয়া পড়ে। এই মহাশক্তির জননী, এই নবগঙ্গাপ্লাবনের পুণ্য গোমুখী জিজাবাই লুখুজি জাধবরাও নামক কোন মারাঠা জায়গীরদারের কন্যা ।