968 ख्यांशै-नांद्रौ । ব্যবস্থা করিয়াছিলেন। মাতা ও অভিভাবকের এমন শিক্ষার গুণে, শৈশব হইতেই, একদিকে যেমন ধর্ম্মে প্রগাঢ় অনুরাগ, অন্য দিকে দেশের সেই ধর্ম্মরক্ষা ও ধর্ম্মের গৌরব স্থাপনের জন্য শিবাজির হৃদয়ে তেমনি বীরত্ব ও দৃঢ় প্রতিজ্ঞার শক্তি বিকশিত হইতে লাগিল । মায়ের সাধনা সফল হইতে চলিল । (8) ক্রমে বড় হইয়া শিবাজির মনে এই ধারণা হইল, ভারতে স্বাধীন হিন্দুরাজ্য স্থাপন ব্যতীত হিন্দুর ধর্ম্ম ও জাতীয় গৌরব রক্ষার আর দ্বিতীয় উপায় নাই। ধীর ভাবে তিনি BBDD DBDBBD DBB DBBD DDDSDBBS SD S BDSDDS DBBB এই কার্য্যের উপযোগী শক্তি সঞ্চয়ে প্রবৃত্ত হইলেন। সাহিজি বিজাপুরের রাজকর্ম্মে দূর কর্ণািট প্রদেশেই সর্বদা থাকিতেন। দাদোজি ও শিবাজির উপরেই পৈতৃক জায়গীরাদির সম্পূর্ণ ভার ছিল। সুতরাং জীবনের ব্রত সাধনে শিবাজির কোনরূপ বাধা বা বিরোধ উপস্থিত হয় নাই । সাংসারিক সুখভোগে জিজার বিশেষ আসক্তি ছিল না। যে মহৎ ব্রতে পুত্রকে দীক্ষিত করিয়াছেন, সেই ব্রত পালনে পুত্রের সহায়তা করাই তিনি তঁাহার জীবনের প্রধান ধর্ম্ম বলিয়া মনে করিলেন, তাই তিনি অধিকাংশ সময় পুত্রের নিকটেই থাকিতেন। স্বামীর সংসারে থাকিয়া স্বামীর সেবা করা যে, নারীর ধর্ম্ম, সে ধর্ম্ম অপেক্ষাও মহৎ ব্রতপরায়ণ পুত্রের মাতৃত্ব
পাতা:আর্য্য-নারী দ্বিতীয় ভাগ.djvu/১৬৩
অবয়ব