পাতা:আর্য্য-নারী দ্বিতীয় ভাগ.djvu/১৯৬

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

তারাবাই । እb”ዓ VO ব্রাজারাম এখন k বর্ষীয় যুবক। অশেষ গুণে তিনি পিতার যোগ্য পুত্র। তেজস্বিনী তারাবাই তঁাহার সহধর্ম্মিণী। মারাঠা বীরগণ, সকলে এই বীরযুবক ও বীরাঙ্গনাকে ঘিরিয়া দাড়াইলেন । মারাঠা দেশের উত্তর ভাগ মোগলরা ছাইয়া ফেলিয়াছে। রাজধানী রায়গড়ে মোগলপতাকা উড়িতেছে। মারাঠা বীরগণ রাজারামকে লইয়া দক্ষিণে সাহিজির জায়গীর তাঞ্জোর প্রদেশে জিঞ্জি দুৰ্গে গমন করিলেন । ধর্ম্ম ও ন্যায়ের বিধানে ঔরংজেবের শিবিরে বন্দী শাস্তাজির শিশু পুত্র সাহুই মারাঠা রাজ্যের অধিকারী। সুতরাং ধর্ম্মপ্রাণ রাজারাম নিজে রাজার পদ গ্রহণ করিলেন না। সাহুর প্রতিভুস্বরূপ তিনি বিপন্ন মারাঠা জাতির নেতৃত্ব গ্রহণ করিলেন । রাজারাম ও অন্যান্য মারাঠা নেতারা জিঞ্জিতে আশ্রয় গ্রহণ করিলেন বটে, কিন্তু সেখানে থাকিয়া কোন মতে আত্মরক্ষা করা ভিন্ন মোটের উপর রাজ্য রক্ষা ও শাসন প্রভৃতির কোনরূপ ব্যবস্থা করা তাঁহাদের পক্ষে একরূপ অসাধ্য হইল। " শত্রু-বিজিত রাজ্য ও রাজধানী ছাড়িয়া ভঁাহারা সুদূর জিঞ্জি দুৰ্গে চলিয়া গিয়াছেন, তঁহাদের হাতে অর্থ নাই, সুগঠিত সৈন্যবল নাই, রাজস্ব সংগ্রহের কোন উপায় পর্য্যন্ত নাই । কিন্তু নেতৃগণের হৃদয়ে অদম্য উৎসাহ ও শক্তি ছিল, মারাঠা জাতির মধ্যে প্রাণ ছিল; তাই সকল অভাবে আবার পূর্ণতা