পাতা:আর্য্য-নারী দ্বিতীয় ভাগ.djvu/২০০

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

उiब्रांबाहै । SeS প্রবল শত্রু আজ দেশে বসিয়া দেশের মধ্যে আপন অধিকার বিস্তার করিতেছে। এই শক্রকে দেশ হইতে দুৱ করিয়া পুত্রের রাজত্ব রক্ষা এবং মারাঠা জাতির জাতীয় স্বাধীনতা রক্ষার কঠোর ও গুরুতর দায়িত্বের ভার আজ তারাবাইএর স্বন্ধে । তারাবাই টলিলেন না ; তারাবাই প্রকৃত তেজে দৃঢ় হইয়া দাড়াইলেন। রমণী হইয়াও, যৌবনে এমন দেবতুল্য শক্তিশালী স্বামী হারাইয়াও, দু’দিনও তারাবাই শোকে অধীর হইয়া কর্ত্তব্য ভুলিয়া রহিলেন না । সকল শোক সকল দুঃখ বুকে চাপিয়া ধীর ও দৃঢ়চিত্তে তিনি এই ভীষণ বিপ্লবের মধ্যে মারাঠা জাতির জাতীয় শক্তির পরিচালনার ভার গ্রহণ করিলেন। মন্ত্রিগণ ও বীরগণ এই তীক্ষুবুদ্ধিশালিনী, পুরুষাতীত শক্তিময়ী তেজস্বিনী বীরাঙ্গনার নেতৃত্বাধীনে পূর্ববৎ যুদ্ধ চালাইতে লাগিলেন। তারাবাইএর অপূর্ব শক্তিতে রাজারামের অভাব কেহ বোধ করিতে পারিলেন না । ১৫আরও প্রায় দশ বৎসরকাল অবিশ্রান্ত ভাবে এইরূপ যুদ্ধ চলিল। মোটের উপর কুড়ি বৎসরের অধিককাল স্বয়ং ঔরংজেব তঁার সকল সৈন্য লইয়া মারাঠাদেশে থাকিয়াও মারাঠা শক্তিকে দমন করিতে পারিলেন না। অবশেষে, মারাঠাদের সাহস, চতুরতা ও ক্ষিপ্রকারিতায় বৎসরের পর বৎসর অশেষ লাঞ্ছনায় বিত্রত ও ক্লান্ত হইয়া সসৈন্তে আমেদনগরে ফিরিয়া হতাশ ও ভগ্ন হৃদয়ে তিনি প্রাণত্যাগ করিলেন । ঔরংজেবের মৃত্যুর পর সিংহাসন লইয়া ভঁাহার পুত্রগণের