R62 e चांदी-नांदी । তিন মাসের মধ্যে পুত্রটির মৃত্যু হইল। শোকে গঙ্গাধরের শরীর ভাঙ্গিয়া পড়িল। কঠিন রোগে মৃত্যু নিকট জানিয়া তিনি একটি পোষ্যপুত্র গ্রহণ করিলেন। পুত্রের নাম হইল দামোদাররাও । গঙ্গাধর ইংরেজ সরকারের বিশেষ অনুগত ছিলেন। র্তাহার আনুগত্য ও বন্ধুত্ব স্মরণ করিয়া ইংরেজ গবর্ণমেণ্ট যাহাতে র্তাহার পোষ্যপুত্রের প্রতি সদয় থাকেন এবং তাহাব স্ত্রীর সমস্ত অধিকার ও সম্মান রক্ষা করেন, এই জন্য অনেক মিনতি করিয়া গঙ্গাধর মৃত্যুকালে রেসিডেণ্ট সাহেবের নিকট এক খানা পত্র লিখিয়া গেলেন । التي এই সময় লর্ড ডালহৌসি ভারতের বড় লাট ছিলেন। লর্ড ওয়েলেসলী ভারতে ইংরেজশক্তির প্রাধান্য স্থাপিতৃ করিয়া যান। এখন লর্ড ডালহৌসির ইচ্ছা হইল, ইংরেজশক্তিই ভারতে একমাত্র শক্তি হয়। এই চিন্তা করিয়া যুদ্ধে শিখজাতিকে পরাভূত করিয়া তিনি পঞ্জাব অধিকার করেন, অযোধ্যার নবাবকে বৃত্তি প্রদান করিয়া অযোধ্যাপ্রদেশ ইংরেজ-শাসনাধীনে আনেন এবং নানা কারণ দেখাইয়া দেশীয় রাজাদের কয়েকটি রাজ্য ইংরেজশাসনভুক্ত করেন। 懿 এই সময় তিনি নিয়ম করিলেন যে, যে সব রাজার ইচ্ছাপূর্বক সন্ধি করিয়া ইংরেজের অধীনতা ও আশ্রয় গ্রহণ করিয়াছেন, তাহারা কেহ যদি নিঃসন্তান হইয়া দত্তক পুত্র রাখেন, তবে এদেশের প্রাচীন প্রথামত সে দত্তক রাজ্যের উত্তরাধিকারী হইতে পারিবেন। কিন্তু, ইংরেজ দেশীয় রাজাদের যে সব রাজ্য
পাতা:আর্য্য-নারী দ্বিতীয় ভাগ.djvu/২৫৯
অবয়ব