পাতা:আর্য্য-নারী দ্বিতীয় ভাগ.djvu/৩০৬

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

ब्राधै एछदानौ । R একদিন রাজা রামকান্ত দুই ছড়া মতির মালা কিনিয়া রাণীকে বলিলেন,-“ইহার এক ছড়া তোমার ; আর এক ছড়া জয়কালী দেবীর।” ভবানী দেখিলেন, এক ছড়া হার ভাল, আর এক ছড়া একটু নিকৃষ্ট । তিনি কহিলেন,-“কোন ছড়া দেবীকে দিতে চাও ?” রামকান্ত হাসিয়া কহিলেন, “এই মন্দ ছড়া । ভাল ছড়া তোমার জন্য ।” ভবানী কহিলেন,-“আমি ভাবিয়াছিলাম ভাল ছড়াই দেবীকে দিব। ভাল, তবে দু’জনেরই মনের বাঞ্ছা পূর্ণ হউক। দু’ছড়াই দেবীকে দেওয়া যাক।” রাণীর দেবতা ভক্তিতে বিস্মিত ও মুগ্ধ হইয়া রাজা কহিলেন,-“তোমার যদি এইরূপ ইচ্ছা হয় তবে তাহাই কর ।” দুই ছড়া মালাই দেবীকে দেওয়া হইল। বিধবা হইয়া অবধি তিনি যতদিন জীবিত ছিলেন প্রতিদিন এক কঠোর বাধা নিয়মে তাহার ধর্ম্ম ও কর্ম্মময় জীবন অতিবাহিত হইত। নাটোরে না থাকিয়া প্রায়শঃ তিনি গঙ্গাতীরে বড়নগরেই থাকিতেন। রাত্রি চারি দণ্ড থাকিতে উঠিয়া তিনি ২/৩। দণ্ডকাল জপ “করিতেন। তারপর অন্ধকার থাকিতেই নিজের হাতে ফুল তুলিয়া, প্রাতঃস্নান করিয়া, ঘাটে বসিয়াই ২৩ দণ্ড বেলা পর্যন্ত শিবপুজা ও গঙ্গাপূজা করিতেন। তারপর সকল দেবালয়ে ঘুরিয়া অঞ্জলি দিয়া ঘরে আসিতেন। ঘরে আসিয়া কিছুকাল পুরাণ শুনিয়া আবার ইষ্ট পূজা করিতেন। ইহাতে বেলা প্রায় দুইপ্রহর হইত। তখন সামান্য