এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।
পদ্মিনী MONGO ছিল। তাহার মধ্যে ভীষণ চিতা প্রজ্বলিত হইল। গগনস্পর্শিনী লিকুলক শিখা-সর্বাগ্রে পদ্মিনী! পদ্মিনীর সঙ্গে শত শত জ্যোতির্ম্ময়ী রূপবতী, হাসিমুখে সেই প্রচণ্ড অগ্নিকুণ্ডে কম্প প্রদান করিলেন। চিতার ধূমে চিতোর আচ্ছন্ন হইল। সেই ধূমরাশি ভেদ করিয়া, লক্ষণসিংহ ও ভীমসিংহ অবশিষ্ট রাজপুতবীরগণ সহ ভীম বেগে পাঠান সৈন্যের উপর পতিত হইলেন। পাঠান সৈন্য ধবংস করিতে করিতে তাহদের শোণিত-সিক্ত পবিত্র রণভূমিতে বীরগণ একে একে দেহপাত করিলেন। যুদ্ধে আলাউদ্দিন জয়ী হইলেন; কিন্তু যুদ্ধশেষে, বীরশোণিতরঞ্জিত পথে, আলাউদ্দিন, বীরাঙ্গনার চিতার ধুমে আবৃত শূন্য চিতোরে প্রবেশ করিলেন।