পাতা:ইঞ্জিল মুকদ্দস্‌.djvu/৭১

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

[ ৩০ ] ইসার বহুৎ লোককে চঙ্গা করিবার বয়ান । রওনা হইয়া ইসা সে জাগা হইতে । চলিয়া চলিয়া গিয়৷ গালিল দেশেতে। সুমুদ্রের নজদেগেতে সেথা পহুঞ্চিয় । পাহাড়ের পরে গিয়া বসিল চঢ়িয়া ॥ আন্ধা, গুঙ্গা, মূল আর লেঙ্গড়া অনেক । দোশরা বেমারিওলা আদমি যতেক ॥ আনি লোকে মসীহের জোনাবে রাখিল । তাহাতে মসীহ সবে আরাম করিল। আন্ধায় দেখিল গুঙ্গা বাৎ যে কহিল । আরাম হুইল মুলা, লেঙ্গড়া চলিল। এ সব দেখিয়া লোকে डब्बूद इईल 1 ईश्ञानङ्ग 4जाहिब उन्हग कहिब् ॥ আওরৎ ও লড়ক সেওয়ায় চার হাজার লোককে ইসার রূটী খাওয়াইবার বয়ন । ডেকে কহিলেন ইসা শাগরেদ সবারে । মেহের হৈতেছে মেরা ইহাদের পরে ॥ তিন রোজ আছে এর সাতে আমাদের । খাইবার চিজ কিছু নাহি ইহাদের ॥ পাছে এর মান্দা হয় রাস্তায় যাইয়া । কহি শুন তোমাদেরে ইহার লাগিয়৷ ভূখ ফাক এই লোকে ৰূখশদ করিতে । আদবে এরাদা নাই আমার দেলেতে ॥ তাহারা কহিল এত লোকের কারণে। কোথায় পাইব ৰূট এই বিয়া বনে ॥ পুছিলেন ইস। তবে তোমাদের কাছে । এইত বখতে কহ কত ৰূট আছে। তাহারা কহিল ৰূটী আছে সাত গোটা । আর আছে মচ্ছি গোটা কত ছোট ছোট ॥ জমিনে বসিতে লোকে হুকুম করিয়া । সেই সাত গোটা ৰূটী আর মচ্ছি লিয়া ॥ খোদার শুকুর করি সে সব ভাঙ্গিল । শাগরেদেরে দিলে তারা লোকগণে দিল। আসুদী হুইল তাহা সকলে