পাতা:ইতিহাস-সার.djvu/১৬৩

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

ইতিহাস-সার। > や > সাল অতি সাহসী ও কর্ম্মদক্ষ ছিলেন, তিনি রাজ*न्न ७धfट्टुं झझेग्न চতুর্দ্দিকস্ত লোকের সহিত যুদ্ধারম্ভ করিয়া, অনেককে পরাজয় করিলেন। কিন্তু ফিনিস্তাইনদিগের সহিত যুদ্ধ করিতে যাইয়। আপনি পরাস্ত হইলেন, এবং শক্রহস্তে পড়িয়া পাছে ক্লেশ পাইতে হয় এই আশঙ্কায় আত্মঘাতী হইয়া প্রাণত্যাগ করিলেন। সালের মৃত্যুর পর দাউদ য়িহুদীদিগের রাজা হন । তিনি যুবকালাবধি যুদ্ধপরায়ণ ছিলেন । বাল্যকালে তিনি মেষচারণে যাইয় একটা সিংহ ও একটা বরাহ বধ করিয়াছিলেন, তৎপরে তিনি গলিয়াথ নামে একট্য ফিনিস্তাইন রাক্ষস বধ করেন –সাল দাউদের বিক্রম দেখিয়া ভঁাহাকে সেনাপতি-কর্ম্মে নিযুক্ত করেন। দাউদ সেনাপতি হইয়া ফিনিস্তাইনদিগের সহিত যুদ্ধ করিয়। অত্যন্ত যশস্বী হন । তখন সাল উtহার প্রতি দ্বেষ করিয়া ভঁাহাকে বধ করিতে বাঞ্ছা করেন । দাউদ প্রাণভয়ে দেশত্যাগী হন । সাল পরলোক গমন করিলে পর, দ্বাদশ-গোষ্ঠী-য়িহুদীর মধ্যে দুই গোষ্ঠী দাউদকে রাজ্যাতিষিক্ত করে, আর দশগোষ্ঠী সালের পুত্র ইশৰশেমের আজ্ঞাধীন হয় । ইহাতে পরস্পর সংগ্রামারম্ভ হয় । কয়েক বৎসর পরে ইশবশেমের পক্ষীয় য়িহুদীরা উহাকে পরিত্যাগ করে, তাহাতে দাউদ একেশ্বর হইয়। রাজ্য করেন।