পাতা:ইতিহাস-সার.djvu/২০৮

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

२ ८ ७ ইতিহাস-সার। ও তোপ রীখিতে অরিস্তু করিলেন । কেহ অনায়াসে কুটা লুঠ করিতে পারিত না । অনন্তর, ১৬৯৩ অব্দে, র্তাহার। সুতানুটী গ্রামে আর এক কুটা নির্ম্মাণ করিলেন । যেখানে এইক্ষণে কলিকাতা সেইখানেই সুতানুটী গ্রাম ছিল । পীচ বৎসর পরে উাহারা ঐ স্থানে এক কিল্লা প্রস্তুত করিয়া কলিকাত সহর স্থাপন করিলেন । অত্যপকালের মধ্যে সহর সমৃদ্ধ হইয়া উঠিল, এবং ঐ স্থানে নান৷ প্রকার বাণিজ্য চলিতে লাগিল । ইহার পর ইংরাজ মহাজনের কলিকাতা মন্দ্রিাজ ও বোম্বাইয়ে তিন স্বাধীন রাজধানী স্থাপন করিলেন । এক এক রাজধানীতে এক এক জন গবর্ণর ও কেন্সলী নিযুক্ত হইলেন । কোম্পানির চাকরদিগের উপর ইহাদিগের সম্পূর্ণ ক্ষমতা হইল, কোন ব্যক্তি অৰাধা হইলে তাহাকে ধরিয়া ইংলেণ্ডে পুনঃ প্রেরণ বা করারুদ্ধ করিতে পারিতেন । ইতিমধ্যে ফুন্সিদেশীয় অনেক লোক এই দেশে আসিয়া বাণিজ্য আর স্তু করিয়াছিল । এবং তাহদের কুটতে অনেক সৈন্য থাঙ্কিত। ১৭৪৪ অব্দে, কর্ণাটিক দেশ সম্বন্ধে দুই নবাবে অত্যন্ত বিরোধ উপস্থিত হইল । তাহাতে ফরাসী রাজার পক্ষে পণ্ডিচারীতে যে কর্ম্মকর্ত্ত থাকিতেন তিনি এক পক্ষ, এবং মন্দ্রিাজ