পাতা:ইতিহাস-সার.djvu/৩৪

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

\С с ইতিহাস-সার। শ্রেষ্ঠ । তিনি অরস্তিস নদীতটে অস্তিয়ক নামে এক নগর নির্ম্মাণ করিয়া তথায় রাজধানী করিয়াছিলেন । পরে, (খৃ ২৫ • বৎসর পূর্ব্বে ) আসাসেস বিদ্রোহী হইয়। পার্থিয়' রাক্ষ্য সংস্থাপন করেন । ইউকেতিস নদীর পূর্ব্বে যে সমস্ত দেশ ছিল, তাহ এই রাজ্যভূক্ত হয় । সিলুকসের মৃত্যুর পর ডাহার পুত্র ও পৌত্রের কেবল সিরীয় ও আসিয়৷ মাইনর লইয়াই ছিলেন । তৎপরে মহাবীর উপাধি-ধারী আস্তিওকস গ্রীশদেশ আক্রমণ করিয়াছিলেন, কিন্তু রোমানের ভঁাহাকে পরাভূত করিয়৷ তথা হইতে দূরীক্লত করেন । মনস্তর (শ্ব ৬৪ বৎসব পূর্ব্বে ) পম্পি নামে রোমান সেনাপতি সিরীয় দেশ জয় করিয়। তাহ: কমরাজ্য ভূক্ত করেন । মিশররiঞ্জ তলমীদিগের অধীনে থাকিয়া বহুকাল সুন্দর রূপে চলিয়াছিল । সিকন্দ্রিয় বা আলেকজান্দ্রয়। নামে ঐ দেশের রাজধানী ছিল, তথায় নানা প্রকার বাণিজ্য ব্যবসায় হইত, তাহাতে ঐ দেশ কুৰেঃপুরীর ন্যায় ধনাট্য হইয়াছিল। তলমী ফিলেদলক্ষস নামে মিশর দেশে এক রাজা ছিলেন। তিনি 4ર * স্থাপন করেন, ততুল্য পুস্তকালয় श्रृंथियौ८ङ* श्रांप्न झिज ना । धे द्रां ऊ श्रठि विद्यांम ছিলেন, এবং ৰিদ্বান লোকের অত্যন্ত গৌরব করিতেন।